উজিরপুর প্রতিনিধি: ঈদের আনন্দকে আরও গভীরভাবে অনুভব করতে এবং পুরনো বন্ধনকে নতুন করে জাগিয়ে তুলতে সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের এসএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজিত করলেন এক আবেগঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
৮ জুন ২০২৫, ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টায়, ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের নিকটস্থ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন এ ইচ এম সুমন।
অনুষ্ঠানটি ছিল শুধু মাত্র একটি পুনর্মিলনী নয়, বরং ছিল এক গভীর আবেগে ভরা মিলনমেলা—যেখানে হারিয়ে যাওয়া স্কুলজীবনের স্মৃতিগুলো নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচের অসংখ্য মুখ, যাঁরা আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হলেও স্কুলজীবনের বন্ধুদের ভালোবাসা ভুলে যাননি।
সভাপতির বক্তব্যে এ ইচ এম সুমন বলেন, “ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন শুধুই একটি স্কুল নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। আজ আমরা সবাই একত্রিত হতে পেরে যে আনন্দ অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশা করি, এই বন্ধন প্রতিবছর আরও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “স্কুলজীবনের স্মৃতিগুলো মানুষকে জীবনে এগিয়ে চলার এক ধরনের মানসিক শক্তি দেয়। আজকের পুনর্মিলনী প্রমাণ করে যে, আমরা এখনো আমাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।”
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল সঙ্গীতানুষ্ঠান, খোলা মঞ্চে বন্ধুবান্ধবদের সংক্ষিপ্ত বক্তব্য, হাস্যরসপূর্ণ স্মৃতিচারণ ও মজার মজার মুহূর্ত ভাগাভাগি। শেষে সকলের জন্য আয়োজন করা হয় সুশৃঙ্খল আপ্যায়নের।
এই অনবদ্য আয়োজন সবাইকে স্মরণ করিয়ে দেয়—স্কুলজীবনের বন্ধুত্ব কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও দৃঢ় হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.