উজিরপুরে ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মীসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
০৫ ডিসেম্বর সকাল ১০টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) হাসনাত জাহান খান, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ শওকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা আহবায়ক সাব্বির আহমেদ ও লাবনী আক্তার, বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ প্রভাষক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, বরিশাল জেলা জমায়েত ইসলামের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত, এ আই এম তৌহিদুল করিম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরেও ৩০ লক্ষ শহীদের কোন চূড়ান্ত তালিকা করা হয়নি, আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে তৎকালীন আওয়ামী লীগের মদদ পুষ্ট হয়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে।
এ সকল তালিকা কে যাচাই বাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করতে হবে।
২০২৪ সালের জুলাই – আগস্টে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের নামের নির্ভুল তালিকা করার চেষ্টা করেছে প্রশাসন। আহতদের তালিকা করা হয়েছে। একই সাথে এ সকল শহীদ পরিবার ও আহতদের যথাযোগ্য সম্মান ও মর্যাদাসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.