উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সহনশীলতার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশিক্ষণ সভায় প্রশিক্ষণ গ্রহণ করেন ইমপ্যাক্ট গ্রুপ ও শিশুফোরামের সদস্যবৃন্দ।
ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফর সার্ভিস সোসাইটি(সিআরএসএস) প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার ও হারতা
ইউনিয়নের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ্যানি মিতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.