উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৩৪৬১ জন দরিদ্র শিশুদের মাঝে উপহার বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর, উজিরপুর পৌরসভা, সাতলা,হারতা ও জল্লা ইউনিয়নে ৩৪৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে ১টি ছাতা,২ টি টুথপেস্ট, ২টি বিউটি সোপ, দেড় কেজি কাপড় কাচা ডিটারজেন্ট সাবান বিতরণ করা হয়।
সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস) এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় ৩ হাজার ৪ শত ৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়।
১৮ আগস্ট রবিবার দুপুর ১টায় শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় ও ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার ডিপল বিশ্বাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না, সিআর এসএস সহায়তা কারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.