উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, নজরুল ইসলাম মাঝি প্রমূখ।
সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ কামালসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের এবং বীর মুক্তিযোদ্ধা শাহানা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এ সময় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.