উজিরপুরে যোগীরকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন : এমপি ইউনুস
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার যোগীরকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। আজ শনিবার বিকাল ৩টায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন রাড়ির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ওসি শিশির কুমার পাল, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন কিসলু। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অ্যাডঃ শহীদুল ইসলাম, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক রাড়ি, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মিজানুর রহমান কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মনির হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, এই আওয়ামীলীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে দক্ষিণ অঞ্চল হবে একটি সমৃদ্ধশালী অঞ্চল। সকল ভেদাভেদ ভুলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। ৪তলা একাডেমিক ভবনের প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৯০ লক্ষ টাকা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.