উজিরপুর প্রতিনিধি:উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ শেখ, মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মিঠু, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, ডাঃ আব্দুল হালিম, মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, মোঃ শাহিন হাওলাদার, এ্যাডঃ শহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম মাঝি, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি প্রমূখ।
সভায় ৯টি ইউনিয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.