উজিরপুর প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ ভোর সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে মেজর এম এ জলিল স্মৃতিফলকে পুস্পস্থাবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌরসভার পক্ষে প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খানের নেতৃত্বে পুস্পস্থাবক অর্পন করেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব গোমস্তা সহ আরো অনেকে, পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খানের নেতৃত্বে পুস্পস্থাবক অর্পন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, যুগ্ন-আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার, আব্দুর রাজ্জাক সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, সাবেক ছাত্র নেতা শাহাদুজ্জামান কমরেড, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফাউল ইসলাম সম্রাট সহ সকল নেতাকর্মী।
পুস্পস্থাবক অর্পন শেষে সকাল সাড়ে ৯টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, ষুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কুজকাওয়াজে অংশগ্রহণ করেন, উজিরপুর মডেল থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। কুজকাওয়াজ পরিচালনা করেন উজিরপুর মডেল থানার এসআই মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.