উজিরপুরে পৌর বিএনপির উদ্দ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ২নং ওয়াড বিএনপির উদ্দ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্টান্ডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার, মোঃ গিয়াস উদ্দিন আকন, মোঃ সোহেল হাওলাদার, মোঃ বাবুল খলিফা, সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, আঃ হালিম হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ ইউসুব হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কালাম ফরাজী, মোঃ সোহেল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম হাওলাদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলমঙ্গীর হোসেন হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল হোসেন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ ছবুর হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
এসময় বিএনপির নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানসহ বক্তারা বলেন, আওয়ামীলীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।যে খননেই আওয়ামীলীগ সেখানেই প্রতিরোধ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.