উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মাদার্শী সার্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গনে নবগঠিত মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় ব্যাপক আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী মাতার পূজা সম্পন্ন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তগণের আগমনে পূজা উদযাপিত হয়। পূজা শেষে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধর্মীয় গান, নৃত্য এবং শ্রীমতভগবতগীতা পাঠের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জিৎ চন্দ্র হাজারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির স্থায়ী কমিটির সদস্য শ্রী মনোতোষ বেপারী, শ্রী শংকর চন্দ্র হাজারী, শ্রী কৃষ্ণকান্ত সরভাগ্য, শ্রী অরুন কুমার ঘরামী, শ্রী অমল হালদার, অত্র মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী শচিন্দ্র নাথ সরভাগ্য, সহ-সভাপতি শ্রী সুনিল চন্দ্র হালদার, শ্রী রতন সরভাগ্য, শ্রী কমল ঘরামী, সম্পাদক অনিমেষ ঘরামী, সিনিয়র সহ-সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, সহ-সম্পাদিকা ঋতুপর্ণা হালদার, সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন হাজারী, কোষাধ্যক্ষ তাপস চন্দ্র বৈদ্য (গৌতম), সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অরবিন্দু করাতী, নয়ন ঘরামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবির হালদার, দপ্তর সম্পাদক শুভংকর হাজারী, মহিলা বিষয়ক সম্পাদিকা পুতুল রানী হালদার, সদস্য সুনিল ঘরামী, বিপুল চন্দ্র হালদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ভক্তদের মাঝে খিচুরি প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।
প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চনা করেন। অত্র পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। এই পূজাকে ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে অত্র পূজা মণ্ডপ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.