উজিরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে । ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এ উপলক্ষে পায়ে হেঁটে ওয়াকাথনে অংশ গ্রহণ কারেন উপস্থিত অতিথিবৃদ্ধ।
মুক্ত আড্ডায় উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক মানেজার সমির চন্দ্র হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, গুঞ্জন সংগীত একাডেমির পরিচালক মোঃ ফরিদ হোসেন রানা, পূর্ব ধামসর নুরানি হাফেজী মাদ্রাসা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, জুলাই ২০২৪ গনঅভ্যুত্থানের যোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন, আল সাকিব, আল আমিন, আব্দুল্লাহ আল রাফি, আরাফাত, ইশরাত জাহান সুমাইয়া, লিজা আক্তার, আদিবা নাফিসা, আখি মনি, প্রীয়াংকা দত্ত সহ অনেকে।
অনুষ্ঠান শেষে সমাজ সেবা অফিসের কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২জন ইউনিয়ন কর্মীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.