উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে “দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়েজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে, রেলী ও আলোচনা সভা, মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১০মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কলিমুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল খালেক, উজিরপুর মডেল থানার এসআই মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ মোকাবেলায় কি করনীয় এ বিষয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.