উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে আগুন, প্রানে রক্ষা পেলো ২০ যাত্রী

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রানে বেঁচে যান ২০ যাত্রী।দাঁড়িয়ে থাকে শুধু পুড়ে যাওয়া পরিবহনের কঙ্কাল।
৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়।
এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে।এর মধ্যে পরিবহনের  ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।
কয়েক জন যাত্রী জানান গাড়িটিতে সামান্য ধুয়া দেখা গেলে ড্রাইভার গাড়ি থামিয়ে ধুয়ার কারন খুজতে পেছনের কাভার খুলে আগুন দেখতে পায়।এর মধ্যে যাত্রীরা নামতে পারলেও অনেকের ব্যাগসহ জিনিসপত্র থেকে যায় গাড়িতে।এগুলো চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়।এ
বিষয়ে গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.