উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের জনগনের সেবক এক ভোলানাথ রাজু সে ওয়াড আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ সাধারন সম্পাদক।
নিজে অভাব অনাটনে থাকলে ও জনসেবা করা তার ধর্ম- কর্ম , নেশা ও পেশা । নিজের কস্টে জমানো টাকা এবং রাজনৈতীক নেতা ও বিত্তবানদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ঈদ- কুরবানী ও দুর্গাপুজায় ৩ নং ওয়াডের গজালিয়া,তারাশিরা, সোনারবেগুন , আউরের পাড় এলাকার অসহায় মানুষের মাঝে প্রতি বছর ঈদ সামগ্রী , শীত বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন এবং ১৫ অাগস্ট জাতীয় শোক দিবসে কাঙ্গালী ভোজ করান তিনি।
২১ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় প্রতি বছরের ন্যায় রাজুর নিজ বাড়িতে শতাধীক অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ: রহিম সরদার , স্থানীয় জিবন কৃষ্ণ বড়াল ,হীরালাল মাস্টার ,বেল্লাল মৃধা, আফসার মোল্লা, বজলু মোল্লা, সেকান্দার মোল্লা প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.