উজিরপুরে আ. লীগের শান্তি সমাবেশে অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের ২ দিনব্যাপী জালাও পোড়াও এবং অবরোধ কর্মসূচির প্রতিবাদে উজিরপুরে আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাডঃ আমির হোসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগদেন। ঢাকা-বরিশাল মহাসড়ক ছিল বিভিন্ন যানবাহনে ব্যাস্ততম সড়ক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.