উজিরপুরের হারতায় ভূমিদস্যু সেলিম বেপারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সংখ্যালঘু পরিবার
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে হারতায় অসহায় গরীব দুঃখী মানুষকে নিঃস্ব করে জাল-জালিয়াতির মাধ্যমে সম্পত্তি লুন্ঠন করার প্রতিবাদে ভূমিদস্যু সেলিম বেপারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সংখ্যালঘু পরিবাররা।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় হারতা বন্দরে ভুক্তভোগী ৭ পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সকলের পক্ষে গৌরাঙ্গ পাড় লিখিত বক্তব্যে বলেন, ভূমিদস্যু সেলিম বেপারী আমাদের সংখ্যালঘু বেশ কয়েকটি পরিবারের জমি প্রকৃত মালিক থাকা সত্ত্বেও অন্যকে মালিক বানিয়ে মিথ্যা প্ররোচনার মাধ্যমে আমাদের শেষ সম্বল ভিটেমাটি জাল-জালিয়াতি দলিলের মাধ্যমে আত্মসাৎ করে নিয়েছে।
আমরা বা আমাদের কোন ওয়ারিশগণ কোন জমি সাবরেজিষ্ট্রি দলিল করে দেইনি। আমাদের ছবি ও আমাদের স্বাক্ষর জাল করে অন্য লোককে জামির মালিক সাজিয়ে জমি ক্রয় করে আমাদের সর্বশান্ত করেছে।
তার জাল জালিয়াতির ব্যাপারে জরিপ অফিস, সাব রেজিষ্ট্রি অফিস এবং এলাকার মোড়লদের কাছে বিষয়টি জানালে আমাদের প্রতিটি পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
ঐ মামলাবাজদের ভয়ে আমরা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছি না। অবশেষে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঐ ভুমিদস্যু সেলিম বেপারীর নির্যাতন নিপীড়ন ও মিথ্যা মামলা এবং আমাদের জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ পাড়ের পিতা সূর্যকান্ত পাড় এর পৈত্রিক ও রেকর্ডীয় ভোগ দখলীয় সাড়ে ৬ শতাংশ জমি ৩৬৪২ ও ২১৬৬ নং একটি জাল দলিল করে লিখে নেয়। এ ছাড়াও ৩৪ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নিয়েছে। নিমচাঁদ পাড় ও স্ত্রী পারুল পাড় এর ২ একর ১০ শতাংশ জমি ১৩২৭,৩২৭৯,২২১৭,৩৭১৯ নং জাল দলিল করে জমি লিখে নেয়।
আশালতা মন্ডলের ৬০ শতাংশ জমি ৩১১৩ নং জাল দলিল করে লিখে নেয়। দেবেন পাড় এর পিতা পবন পাড়ের ০৮ শতাংশ জমি ৩১৯৬ নং জাল দলিলের মাধ্যমে লিখে নেয়।
সুধন্য পাড়, পিতা-পবন পাড় এর ১২ শতাংশ জমি ৩৯৭২ নং জাল দলিলের মাধ্যমে লিখে নেয়। উপেন্দ্র নাথ পাড়ের ১ একর ১০ শতাংশ জমি জাল দলিল করে লিখে নেয়।
বিশ্বনাথ, পিতা হিরামনের ৬৫ শতাংশ জমি ৩২৮২,৩৪১৭ নং জাল দলিল করে লিখে নেয়। এ ছাড়াও ঐ সকল জমির মালিকদের বি.এস পরচা থেকে জমি কেটে নিয়েছে ঐ ভূমিদস্যু সেলিম বেপারী। ঐ ভূমিদস্যু সেলিম বেপারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সংখ্যালঘু পরিবাররা।
আরো জানা যায়, বর্তমানে অভিযুক্ত সেলিম বেপারী বানারীপাড়া উপজেলায় জমির জাল জালিয়াতি মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ঐ ভূমিদস্যুর কবল থেকে রেহাই পায়নি অসহায় সংখ্যালঘু পরিবার এবং সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান। মলম বিক্রি করে কোটি কোটি টাকার মালিক, আলিশান বাড়ি কিভাবে হলো প্রশ্ন এলাকাবাসীর। অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা। অসহায় পরিবারদের জমি জাল জালিয়াতির মাধ্যমে লিখে নিয়ে আজ সে কোটিপতি।
যেন টাকার কাছে হার মেনে যায় আইন। গ্রেফতার হয়েও সেলিম আইনের ফাঁক ফোকরে বেরিয়ে আসে সে। কোন আইনকে তোয়াক্কা করছে না সেলিম বেপারী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.