চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমাদের সশস্ত্র বাহিনী পুরো বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। অন্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর।
রোববার (২১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি’র স্মারক ও ঐতিহ্য সমৃদ্ধ চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না, সবসময় শান্তিতে বিশ্বাস করে কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতার নিন্দা আমরা সবসময় জানিয়ে যাচ্ছি। প্যালেস্টাইনের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.