বিটিসি স্পোর্টস ডেস্ক: সিলেটে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলে শেষ উইকেট হারায় বাংলাদেশ দল। ফলে আগের দিনের ৩১০ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।
জবাবে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। কিন্তু ব্যক্তিগত ২১ লাথামকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। কনওয়েকে (২১) ফিরে কিউইদের ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে ইনিংস টানছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। কিন্তু লাঞ্চ বিরতীর পর দুজনের ৫৪ রানের জুটি ভাঙেন শরীফুল ইসলাম।
এরপর ড্যারিল মিচেলকে নিয়ে আবারও বড় জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এর আগে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.