ঈশ্বরদীতে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু-মিছিল করেন মনোনয়ন-বঞ্চিত নেতা-কর্মীরা

পাবনা প্রতিনিধি: আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনালে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঝাড়ু-মিছিল করেছেন মনোনয়ন-বঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় কুশপুত্তলিকা দাহ ও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনোনয়ন-বঞ্চিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরদার।

কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরদার বক্তব্যে বলেন, হাবিবুর রহমান মনোনয়ন পাওয়ার পরে তাকে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা, দলীয় নেতাদের বিরুদ্ধে তার পরিবারের দায়ের করা মামলা প্রত্যাহার ও খুনিদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি আহ্বানে সাড়া না দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।

উপজেলা বিলুপ্ত ও পৌর বিএনপি স্থগিত ঘোষণা করে তিনি তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গ ত্যাগ করেন।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত ও স্থগিত করা কমিটিকে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে হাবিবের পক্ষে কোনো নেতা-কর্মীর ভোট করা সম্ভব নয়। কারণ হাবিবকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি ময়নুল ইসলাম মিন্টু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.