বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় একঘণ্টা ধরে গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকার কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে সতর্ক বার্তা দেয় ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ‘ইরানি সন্ত্রাসীদের’ অর্থায়নে হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে- যারা ভূগর্ভে ‘হাজার হাজার’ ড্রোন তৈরি করছিল। সেখানেই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।
হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত ছয় মাস ধরে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, তিনি এই হামলার নিন্দা জোরালোভাবে করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমি, এর নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত আক্রমণ, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময়।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এই হামলা নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের এই বিমান হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.