পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের উদ্যোগে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক রেজওয়ান ও অন্যান্য স্টাফদের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে মাদকপ্রবণ এলাকাগুলো ও মাদক সরবরাহের সম্ভাব্য রুটে চেকপোস্ট স্থাপন, টহল ডিউটি এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
সহকারী পরিচালক রাহুল সেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অধিদপ্তরের মহাপরিচালক সরাসরি এসব অভিযান নিয়মিত মনিটরিং করছেন।
পবিত্র ঈদকে সামনে রেখে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.