ইয়াবা সেবন ও তাস খেলার অপরাধে এসআই ক্লোজড

যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে আজ রবিবার ক্লোজড করা হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৮টায় কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সেকেন্ড অফিসারের একটি ভিডিও বিভিন্ন নিউজ পোর্টাল ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, একটি বেড়ার ঘরে এসআই আমিরুজ্জামানসহ আরও দুই জন খালি গায়ে তাস খেলছেন। একজন ধুমপান করছেন।

জানা যায়, ঘরটি যশোর উপশহরের বাবলাতলা এলাকায় পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজ। অভিযোগ রয়েছে এখানে প্রায়ই রাতে কয়েকজন সঙ্গী নিয়ে আমিরুজ্জামান ইয়াবা সেবন করেন ও তাসের আসর খেলেন।

তবে কি কারণে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে তা জানাতে পারেননি যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিটিসি নিউজকে বলেন, এসআই আমিরুজ্জামানকে সন্ধ্যার আগে ক্লোজড করেছেন এসপি সাহেব। তবে কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে তা আমি জানি না।

এ ব্যাপারে জানতে রবিবার রাত সাড়ে ৮ টায় এসআই আমিরুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.