ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বাইপাস সড়কে হযরত শাহ কামাল (রা) জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় গা ডাকা দিয়েছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত অর্থোপেডিক ও ট্রমা সার্জারী কনসালটেন্ট ডাঃ মমিনুল ইসলাম মুন্না।
অন্যদিকে ওই হাসপাতালে বারবার ভ’ল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। জনমনে প্রশ্ন উঠেছে চিকিৎসার নামে চলছে কি হত্যা!
স্থানীয় সূত্রে জানা যায়,১৯জুলাই পৌর এলাকার দক্ষিন গাঁওকুড়া গ্রামের মাহবুবের স্ত্রী আসমাউল হুসনা পুন্নি(২৩) গর্ভবতী অবস্থায় সাড়ে ১৪ হাজার টাকায় রফাদফায় হযরত শাহ কামাল হাসপাতালে ভর্তি হয়। এরপর কোন পরিক্ষা নিরীক্ষা ছাড়াই ম্যানেজারকে দিয়ে এনেস্থিসিয়া করে সিজারিয়ান অপারেশন করান অর্থোপেডিক কনসালটেন্ট ডাঃ মমিনুল ইসলাম মুন্না। এ সময় কর্তৃপক্ষ রোগীকে বাঁচানো যাচ্ছেনা প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বলে পরিবারকে দ্রুত ময়মনসিংহে নিতে বলে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পরেই প্রসূতি মায়ের মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ ডাক্তার মুমিনুল ইসলাম মুন্নার ভূল চিকিৎসায় মারা যায় পুন্নি। এ ঘটনার পর থেকে ডাঃ মুন্না গা ডাকা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ও বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
সচেতন মহলের অভিযোগ, একজন অর্থোপেডিক ডাক্তার কেমনে সিজার এবং ম্যানেজার কেমনে এনেস্থিসিয়া করে। এর আগেও ভ’ল চিকিৎসায় উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী এলাকার দরিদ্র তাজুল ইসলাম দম্পত্তির নবজাতকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ চিকিৎসার নামে কসাই খানা পরিনত করেছেন বলেও অভিযোগ করেন। তারা আরো বলেন- ওই ডাক্তার ইসলামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত থেকেও অর্নার বোর্ড ও প্রেসক্রিপশনে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতাল উল্লেখ করে সেবার নামে ব্যবসা করছেন।
হযরত শাহ কামাল (রা) জেনারেল হাসপাতালের পরিচালক বিটিসি নিউজকে জানান-সিজারের পরে প্রেসার আপ-ডাউন করায় আমরা দ্রুত তাদের ময়মনসিংহ নিতে বলি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের বিটিসি নিউজকে বলেন- একজন অর্থোপেডিক ডাক্তার কখনই সিজারিয়ান অপারেশন করাতে পারবেন না। এ বিষয়ে সিভিল সার্জন ওই প্রাঃ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে। তবে ডাঃ মুন্না ওই ঘটনার পর থেকে হাসপাতালে ডিউটি করেন নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.