ইসলামপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকালে উপজেলার গৌর নিতাই আশ্রম হরিসভা ও শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির গোবিন্দবাড়ী সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে উল্টো রথ যাত্রা বের হয়। রথযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কে  প্রদক্ষিণ করে পূনরায় জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।
এতে ইসলামপুর সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক মহাদেব সহ সকল ভক্তবৃন্দ অংশ নেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ ৯ দিন ব্যাপী অনুষ্ঠান উল্টো রথযাত্রা মধ্য দিয়ে শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.