ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মলমগঞ্জ মডেল কলেজ মাঠে ও কুলকান্দি ছামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে দুটি মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
রবিবার দুপুরে কুলকান্দি ছামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্দ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএড. আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,খলিলুর রহমান,সরদার জাকিউল হক,কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা,সহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.