ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল হালিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন অপকর্মে সম্পৃক্তসহ মসজিদের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া সাহেব বাজার এলাকায় পশ্চিম তারতাপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মসজিদ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে পয়লা বানিয়াবাড়ী মাদরাসার প্রফেসর মাওলানা আব্দুল হাকিম,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলাল সেক,সহ-সভাপতি আনোয়ার হোসেন আন্না প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় মসজিদ কমিটির রিপন আহমেদ,লোকমান আকন্দ,শাহ আলম,হেলাল উদ্দিন,কটা শেখ,মঞ্জুরুল হকসহ অন্যান্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মসজিদ ও ঈদগাহ মাঠের ১১শতাংশ জমি উদ্ধারসহ প্রশাসনের নিকট দূর্নীতিগ্রস্ত সুপার আব্দুল হালিমের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.