ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া, স্টোকে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
২১ জন আক্রান্ত ব্যক্তির হাতে জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে ১০ লাখ ৫০হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএঃ আবু তাহের,কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছসসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.