ইসলামপুরে বিনামূল্যে সার ও বীজ পেল ১২ হাজার কৃষক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ১২ হাজার ৩শত ৭০ জন কৃষকের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইসলামপুরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ২০২৩-২৪ অর্থ মৌসুমে কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভূট্রা, চিনাবাদাম, পেয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
তিনি বলেন- বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সার, বীজের কোনও সংকট হয়নি। সারের পেছনে এখন ঘুরতে হয় না। সার এখন কৃষকের পেছনে ঘুরছে।বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সার, বীজের কোনও সংকট হয়নি। সারের পেছনে এখন ঘুরতে হয় না। সার এখন কৃষকের পেছনে ঘুরছে।
শুক্রবার উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তর আয়োজনে কৃষি অফিস চত্তরে বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান শাহিন,যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিবলী,যুবলীগ সাধারণ সম্পাদক মোহন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ানের সঞ্চালনায় প্রত্যেক কৃষকের মাঝে বিঘা প্রতি ১কেজি শরিষা,২কেজি ভুট্রা,২০ কেজি গম, ১০ ডিএপি সার, ১০ কেজি এমএপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পেয়াজ,মসুর,মুগ,চিনাবাদাম বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.