ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে দূর্গম যমুনা নদী ভাঙ্গন পরিবার ও বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
মঙ্গলবার উপজেলার সাপধরী ইউনিয়নে ৫শত পরিবারের মাঝে ত্রাণের চাল ও ১০জনকে গো খাদ্য ও বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী নদী ভাঙ্গন ৩ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী ও প্রতি পরিবারকে এক হাজার করে টাকা এবং বরুল ও মন্নিয়া গ্রামের ৬ শত পরিবারকে ত্রাণের চাল ৫০ পরিবারকে শিশু খাদ্য ও ২০ পরিবারকে গো খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় তিনি নদী ভাঙ্গন পরিবারদের সকল সহায়তার আশ্বাস দেন।
এসময় জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান,পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম,এএসপি অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,আবিদা সুলতানা যুথীঁ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান আঃ মালেকসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.