ইসলামপুরে দুই শীর্ষ মাদক কারবারি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর বিশেষ অভিযানে দুই শীর্ষ মাদক কারবারি আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে,মঙ্গলবার রাতে জামালপুর টু দেওয়ানগঞ্জ সড়কে বেপারীপাড়া এলাকায় মাদক বিক্রি করছিল।
এ সময় পৌর এলাকার উত্তর বেপারী পাড়ার খোরশেদ আলীর পুত্র মাদক কারবারী রবিন (২৭) চরপুটিমারি ইউনিয়নের আইড়মারী গ্রামের মমতাজ আলীর পুত্র কুদ্দুস (২৮) কে আটক করেছে পুলিশ।
আটককৃতদের নিকট থেকে রাংতা কাগজে মোড়ানো ২৫০ পুড়িয়া হিরোইন এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার উত্তর ব্যাপারীপাড়া জামালপুর -দেওয়ানঞ্জ সড়কে অভিযান চালিয়ে মাদকবারী আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.