ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় ৬ জন আহত হয়ে একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কড়ইতলা গ্রামের সৈয়দ সরদারের ক্রয়কৃত জমির দিয়ে চলাচল করেন। এ সময় শাহাজল সরদার ও তার লোকজন ওই রাস্তা জমি দাবী করে চলাচল বাধা প্রদান করেন।
কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ইউপি সদস্য মো. জবেদ আলী সরদার (৭০) মো. সুরুজ সরদার (৬৫), মো. আব্বাস সরদার (৪৫) মো. আশরাফ আলী সরদার (৪০), মো. রিপন সরদার,মো. আলিমউদ্দিন সরদার আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মো. সুরুজ সরদারের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান কে ফোন করলে তিনি রিসিভ করেন নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.