ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গ্রাম পুলিশের মাঝে রেইন কোর্ট বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে ১২টি ইউনিয়নের ১ শত ৯ জন গ্রাম পুলিশের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান গ্র্ম পুলিশদের হাতে রেইন কোর্ট তুলে দেন।
এ সময় তিনি বলেন, দূর্যোগের মাস বৈশাখে ঝড় বৃষ্টির প্রবণতা দেখা যায় বেশি। গ্রাম পুলিশ মাঠে খুব কষ্ট করে পরিষদের বিভিন্ন সেবা মূলক কার্যক্রম করেন। যার ফলে বৃষ্টি ও দূর্যোগে তাদের সেবা মূলক কাজের গতিশীল করতে আমাদের এই প্রচেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ.এম ডা: আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.