ইসলামপুরে অসুস্থ্য শিশুর চিকিৎসায় ইউএনও’র সহায়তা প্রদান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অসুস্থ্য শিশু লিমার চিকিৎসা সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। মঙ্গলবার তার কার্যালয়ে ওই শিশুর পিতার নিকট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন।
জানাগেছে, পৌর এলাকার ইসলামপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়ার কন্যা লিমা(৬) দীর্ঘদিন থেকে চোখের সমস্যায় ভোগছে। সামর্থ্যহীন পিতার মেয়ের চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণ চালাতে হিমশীম খাচ্ছিলেন।
এ সময় শিশুকে চিকিৎসা জন্য মানবিক হাত বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার,ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.