ইসরায়েলে মার্কিন দূতাবাসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তুঙ্গে। এরই মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছাকাছি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত হাকাবি জানান, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দূতাবাসের কোনো কর্মী আহত হননি। নিরাপত্তার কারণে সোমবার (১৬ জুন) জেরুজালেম ও তেল আবিবের মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত শনিবার রাতেও হাকাবি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান। সেদিন সারারাত তাকে পাঁচবার বিভিন্ন নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে বলে জানান তিনি। এক্সে দেওয়া পোস্টে হাকাবি লিখেছেন, ‘আজ শাব্বাত (ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন)। সাধারণত এই দিনটি শান্তিপূর্ণভাবে কাটে। কিন্তু এবার তা হচ্ছে না। পুরো জাতিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
ইসরায়েলের কট্টর সমর্থক হাকাবি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পূর্ব সমন্বয় বা অনুমোদন ছাড়া ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালানোর সম্ভাবনা কম।
ইসরায়েলে নিযুক্ত এই মার্কিন দূত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় আশ্রয় নেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বার বার জায়গা বদল করতে হয়েছে তাকে। সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে।
ইরানে ইসরায়েলের হামলার দুদিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.