ইসরায়েলে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান। দেশটি সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরও ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে।
ইসরায়েলের হাইফায় ইরানি হামলার কয়েকজন আহত হয়েছে।

ইসরায়েল

এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.