ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ ৬০ এমপির চিঠি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠি দিয়েছেন ব্রিটিশ ৬০ এমপি। এতে ‘আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের’ জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে।
বার্তা সংস্থার ওয়াফার বরাতে শুক্রবার (২৯ নভেম্বর) এ কথা জানিয়েছে আল জাজিরা। সংস্থাটি জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও রয়েছেন।
জানা গেছে, চিঠিতে গত জুলাই মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের উপদেষ্টা মতামত উল্লেখ করা হয়েছে। যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আদালত দেখেছে যে যুক্তরাজ্যসহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিকে আইনি হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং এই সংঘাত বজায় রাখতে কোনও সাহায্য বা সহায়তা না দেয়া। এই সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইসিজের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে। বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনী বোমা হামলা জোরদার করার পর প্রায় ৪২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবশেষ ইসরায়েলের ট্যাংকগুলোও গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরও গভীরে ঢুকে পড়েছে।
জাতিসংঘ বলেছে, উপত্যকায় খাবার-দাবার দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ আসন্ন। গাজার পানি সরবরাহের বেশির ভাগটাই পানের জন্য অনিরাপদ। কোথাও যাওয়ার জায়গা না থাকায় পরিবারগুলো পরিত্যক্ত বাড়িতে বা খোলা জায়গায় বসবাস করছে।
গাজার মধ্যাঞ্চল থেকে আল–জাজিরার প্রতিনিধি তারেক আবু আজুম বলেন, পরিবারগুলো শুধু পানি পান করে এবং খেজুর খেয়ে দিন কাটাচ্ছে। তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকেরাও বলেছেন, ইসরায়েলি বিমান ও গোলা হামলায় বিধ্বস্ত হওয়া বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে তাদের পরিবারের সদস্যরা চাপা পড়েছেন। তাদের উদ্ধার করা যাচ্ছে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.