বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাদের গুলিতে শিক্ষকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত আরও চারজন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন স্কুল শিক্ষক জাওয়াদ ফরিদ বাওয়াকনেহ (৫৭) ও আদম জাবারিন (২৮)।
চলতি বছর এ নিয়ে মোট ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা বারবার অভিযান চলাচ্ছে। অভিযানে তারা অসংখ্য ফিলিস্তিনিদের আটক ও তাদের বাড়ি-ঘর গুঁড়িয়ে দেয়। এ ধরনের অভিযানের সময়ই মূলত ইসরায়েলি-ফিলিস্তিনের মধ্যে সংঘাত শুরু হয়।
উল্লেখ্য, বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলজুড়ে অন্তত ২৬ ইসরায়েলি এবং ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। (সূত্র: ডেইলি সাবাহ, আল জাজিরা)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.