বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করেছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে আইডিএফ দাবি করেছে, শুধুমাত্র পাঁচটি রকেট ইসরায়েল ভূখণ্ড ভেদ করতে পেরেছে। সেইসঙ্গে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে কাতিউশা রকেট ছুড়েছে।
সিএনএন বলছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের বিভিন্ন কমিউনিটিতে রকেট হামলার সাইরেন বাজানো হয়েছে। এর কিছুক্ষণ পরেই আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলা করা হয়েছে।
সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তিনজন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছে। এরপরেই হামাসের পাশাপাশি হিজবুল্লাহের সঙ্গেও ইসরায়েলের লড়াই তীব্র হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.