ইসরাইলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইসরাইল যদি ইরানে আক্রমণ করে, তাহলে ইরানও ‘হাজার হাজার ক্ষেপণাস্ত্র’ ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে।
আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামির উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, ‘যেহেতু আমরা ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছি, সেক্ষেত্রে এখন আমরা শত শত বা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত আছি। যেগুলো তাদের দখলকৃত অঞ্চলে এবং তাদের নিরাপত্তা, সামরিক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে‘।
তিনি বলেন, ইসরাইলের ভৌগোলিক আকার ইরানের তুলনায় ছোট। তাই ইরানের প্রতিশোধের ফলাফল নিয়ে তাদের সতর্ক থাকা উচিত।
ইব্রাহিম জাব্বারি এ সময় যুদ্ধবাজ ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা একটি বিস্তৃত দেশ, আমরা আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে আক্রমণ চালানোর সক্ষমতা তৈরি করেছি। কিন্তু তারা কী করবে? যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধে জড়াবে না। তাই আমরা খুব দ্রুতই ওই ছোট্ট অঞ্চলটিকে ধ্বংস করতে পারি।
এর আগে গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফোরোশানকে ইসরাইলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 
যাতে বিমানঘাঁটিসহ বেশকিছু সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরাইল। সেই সঙ্গে পালটা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তারই জেরে এবার এমন হুমকি দিলেন ইরানি কমান্ডার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.