বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সামরিক সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া কারও ওপর কোনোকিছু চাপিয়ে দিচ্ছে না। ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি।
তিনি বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদেরকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন তারা তেমন আগ্রহ দেখায়নি। আপনি যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির কথা বলছেন, সেখানে প্রতিরক্ষা খাত–সংক্রান্ত কোনো ধারাই নেই। আমাদের ইরানি বন্ধুরা এখনো এ নিয়ে কিছুই চায়নি।
এদিকে ইসরাইল-ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক।
তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয়, তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব, তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.