বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার (২১ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনায় প্রায় ৩০টি যুদ্ধবিমান ইরানের মাহভাজ এলাকায় অভিযান চালায়।
এই অভিযানে ৫০টিরও বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, হামলার লক্ষ্য ছিল মিসাইল লঞ্চারসহ অন্যান্য সামরিক অবকাঠামো।
আইডিএফ-এর ভাষ্যমতে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে তেহরান কড়া প্রতিক্রিয়ায় দেখবে বলেই ধারণা করা হচ্ছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.