ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি ইসরায়েলের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ভূখণ্ডের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেছেন।
এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, তেহরানসহ আশপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, তাদের বিমানবাহিনী নতুন করে তেহরান অঞ্চলে ইরানি শাসকগোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, “যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে।”
বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।
ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দেন তিনি।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘‘এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না।’’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন, ‘‘যারা বুদ্ধিমান এবং ইরান, ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনও হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবে না। কারণ ইরানি জাতি কখনও হুমকির কাছে মাথানত করে না।’’
সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আমেরিকানদের জানা উচিত, যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.