ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ইরবিলের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডজনখানেকের বেশি মানুষ আহত হয়েছে। গত বুধবার (১৩ জুন) রাতে হয় এই দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, তেল সংরক্ষণের গুদামে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে। রিফাইনারির বিভিন্ন ভবন এবং স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে ওই অগ্নিকাণ্ডে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এ ঘটনায় দগ্ধ কমপক্ষে ১০ জন। তবে তারা সবাই শঙ্কামুক্ত। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.