বিটিসি নিউজ ডেস্ক: ইমন-কুসুম শিকদারকে অনেকদিন তাদের একসাথে দেখা যায়নি পর্দায় দু’জন নিয়মিত হলেও। তারা শেষবার ‘গহীনে শব্দ’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। তাদের এতদিন পর আবারো টিভিপর্দায় দেখা যাবে।
এ জুটিকে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ও দেখা যাবে। তারা অনুষ্ঠানে একটি সচেতনমূলক গানের মডেল হয়েছেন। দৃশ্যটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি।
‘ইত্যাদিতে কাজ করতে বরাবরই ভালো লাগে বলে ইমন জানান। এবার অনেকদিন পর কুসুমের সাথে কাজ করছি। এটি ভালো লাগার মূল বিষয়।’
কুসুম বলেন, ‘বেশ ভালো একটি কাজ ছিল। এটি ঈদের জন্য নির্মিত হলো। অনেকদিন পর ইমনের সাথে কাজ করলাম। আশা করি দর্শকদের কাজটি ভালো লাগবে।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.