বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স্থানীয় বিমান সংস্থা সাম এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) দেশটির সুলাওয়েসি দ্বীপের গোরোনতালো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
বিধ্বস্ত বিমানের চারজন নিহতরা হলেন- একজন পাইলট, একজন কো-পাইলট, একজন প্রকৌশলী এবং একজন যাত্রী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, পিকেএসএমএইচ টাইপের বিমানটি ম্যাকাসার এয়ারনাভ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওয়ার পরই বিধ্বস্ত হয়।
দেশটির গোরোনতালো সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান হেরিয়ান্তো এক বিবৃতিতে বলেছেন, বিমানটি রোববার সকাল সাড়ে ৭টায় জালালুদ্দিন গোরোনতালো বিমানবন্দর থেকে বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে জানা গেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.