ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শেষ হলো ইন্দোনেশিয়ার ‘একদিনের নির্বাচনি উৎসব’। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট দিয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
বুধবার ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক পর থেকে শুরু হওয়া বুথ-ফেরত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট দৌড়ে এগিয়ে আছেন প্রাবোও সুবিয়ানতো।
তবে সুবিয়ানতো মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ আছে। এক প্রজন্ম আগে সুহার্তোর স্বৈরশাসনের সময় সামরিক বাহিনীর একজন প্রধান ছিলেন সুবিয়ানতো।
একাধিক জরিপ বলছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন সুবিয়ানতো। তিনি জনপ্রিয় বিদায়ি প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন।
পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনি প্রচার-প্রচারণায় সুবিয়ানতোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো। সুবিয়ানতো তার নির্বাচনি প্রচারে জনতুষ্টিবাদী বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে উইদোদোর নীতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
ইন্দোনেশিয়ার স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিয়ে এসেছেন দেশটির দুই মেয়াদের প্রেসিডেন্ট উইদোদো। দেশটির সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে উইদোদো আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারছেন না।
নির্বাচনে সরাসরি প্রেসিডেন্ট হতে সুবিয়ানতোকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে আবার ভোট হবে।
বিবিসির খবরে বলা হয়, দেশটির ভোটাররা এদিন প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.