ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২ টায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নেরকাজিপুরা এলাকায় অভিযান পরিচালনা করে।
শাহিন (৩৫) নামে একজনকে আটক করে। সে কাজিপুরা গ্রামের সোলাইমানের পুত্র।
জানা যায়, মোঃ শাহিন সরকারি রাস্তার নির্মাণাধীন স্থান থেকে ইট চুরি করেনিজ বাড়ির কাজে ব্যবহার করে আসছিলো। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকেআইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সিংড়া থানায় হস্তান্তর করেসেনাবাহিনী। সেনাবাহিনীর এ তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আইনি বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.