সাহিত্য পাতাব্রেকিং নিউজ ইচ্ছে By বার্তা কক্ষ On এপ্রিল ২৬, ২০২৪ Share লেখক ও কবি মাহফুজ রকি: যদি পাখি হতাম, মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতাম। যদি বাঘ হতাম, জুলুমকারীর বিরুদ্ধে কিভাবে হিংস্র হতে হয় বুঝিয়ে দিতাম। যদি বৃক্ষ হতাম, বৃক্ষ নিধনকারীকে না কাটার আকুতি জানাতাম। যদি ঝড়না হতাম, মানুষের সকল ঈর্ষার কালি ধুয়ে মুছে ফেলতাম। যদি বৃষ্টি হতাম, তোমার মনে হিংসার আগুন এক নিমিষেই নিভিয়ে দিতাম। যদি মেঘ হতাম, শিলা খন্ড হয়ে সকল মজলুমকে মুক্ত করতাম। যদি সূর্য হতাম, অন্যায়-অবিচারকারীদের জ্বালিয়ে ছারখার করে দিতাম। যদি চন্দ্র হতাম, জ্যোস্নার কিরণে সকল কালো আধারকে আলোকময় করতাম। যদি অগ্নি হতাম, দোভাষী লোকদের মুখে অগ্নিপিন্ড ছুড়ে মারতাম। যদি আয়না হতাম, মানব তোমার আসল চেহারা উদঘাটন করতাম। যদি মৃত্তিকা হতাম, মানুষরূপী ভন্ড পাপীদের সব পাপাচার পুঁতে রাখতাম। যদি সর্প হতাম, গীবতকারীদের বিষাক্ত দাঁতের ছোবলে ধ্বংস করতাম। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.