প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে রেঁস্তোরা মালিক, স্থানীয় কর্তৃপক্ষ ও বেসরকারী ষ্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বোর্ড হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন ও রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান।
সভায় জানানো হয়, ইএসডিও-রেসকিউ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পার্সেল ডেলিভারী সার্ভিস, ফুড সার্ভিস এ্যাটেনডেন্স এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গ্লাস ক্যারিয়ার বহন এবং খাবার পরিবেশন কোর্সে ৫১৩ জন তরুন তরুনী অংশ নেন। প্রশিক্ষিত তরুন তরুনীদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি প্রদানের জন্য মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করেন সকলে। এই ধরনের প্রশিক্ষন স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় রাজশাহীতে এ প্রকল্পটি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানানো হয়।
RESCUE প্রকল্পটি Climate Bridge Fund (Climate Bridge Fund হলো একটি ট্রাষ্ট ফান্ড যা KfW এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্রাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী মহানগরীর ১১, ১৭, ১৮, ১৯ ও ২৪নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.