ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুৃটবল লীগের প্রাথমিক পর্বের রাজশাহী অঞ্চলের খেলার ফলাফল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে, জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দোগে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুহস্প্রতিবার (১৯ জুন) বিকেলে ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুৃটবল লীগের প্রাথমিক পর্বের রাজশাহী অঞ্চলের খেলা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনের খেলায় সফররত নওগাঁ ওয়াক ওভার দেয়ায় স্বাগতিক রাজশাহী পরবর্তী খেলায় অংশ গ্রহনের সুযোগ পেয়েছে । দিনের অন্য খেলায় পাবনা ৪-২ গোলে নাটোর জেলাকে হারায়।
বিজয়ী দলের পক্ষে রাকিব ২,বাধন ও নিরব ১টি কওে গোল করে। বিজিত দলের পক্ষে তুষার আহমেদ ২টি গোল পরিশোধ করে। আজকের খেলায় চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা অংশ নেবে। বেলুন ফেস্টুন উড়িয়ে ও অংশ গ্রহনকারীদলগুলোকে ২টি করে ফুটবল উপহার দিয়ে লীগের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আফিয়া আখতার।
এর আগে রাজশাহীকে ভেনু করায় বাফুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ফুটবল একটি জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে একজন খেলোয়াড় দেশবিদেশের খেলায় অংশ গ্রহন করে নিজের ও দেশের সুনাম বয়ে আনতে পারে। এছাড়াও তিনি খেলোয়াড়দের মাদক ও মোবাইলের অপব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সরিফুল ইসলাম, এনডিসি আশিক জামান, ইউসিবি ব্যাংকের ভিপি ও রিজিওনাল হেড নুপুর কর্মকার, এফএভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোঃ আমানুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, রেফারী সমিতির সাধারণ সম্পাদক ও ম্যাচ কমিশনার কে,এম,মোসাদ্দেুল কুদ্দুস সিদ্দিকী সেলিম উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.